Home আন্তর্জাতিক তালেবানের হামলায় আফগানিস্তানে রেকর্ড ক্ষয়ক্ষতি

তালেবানের হামলায় আফগানিস্তানে রেকর্ড ক্ষয়ক্ষতি

SHARE

বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার পর মে মাসের শুরু থেকে তালেবানের সহিংসতায় আফগানিস্তানে রেকর্ডসংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

তালেবানের সহিংসতায় এসময়ে মৃত্যু হয়েছে ৭৮৩ জন বেসামরিক নাগরিকের, আহত হয়েছেন ১৬শর বেশি। আসছে মাসগুলোতে এর ভয়াবহতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এরই মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোসহ দেশটির অর্ধেকের বেশি গ্রামীণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ ছাড়া গোষ্ঠীটির সঙ্গে চলমান শান্তি আলোচনার গতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। দেশটির জনবহুল ও গুরুত্বপূর্ণ শহরাঞ্চল গুলো এখন তালেবানের লক্ষবস্তুতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন ছয় মাসের মধ্যে দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবানকে দমাতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দেশটিতে বিমান হামলা অব্যাহত রাখা হবে। তবে আগস্টে সব মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার পরও এই সমর্থন অব্যাহত থাকবে কিনা তা জানানো হয়নি।