Home বিনোদন পর্নকাণ্ড: গ্রেপ্তার কলকাতার অভিনেত্রী

পর্নকাণ্ড: গ্রেপ্তার কলকাতার অভিনেত্রী

SHARE

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে পর্ন ছবি বানানোর অভিযোগ পেয়েছে পুলিশ। বর্তমানে রাজ কারাগারে আছেন। মুম্বাই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে।

এই ঘটনায় ভারতীয় শোবিজ যখন টালমাটাল অবস্থায় তখন কলকাতায় পর্ন কাণ্ডে জড়িত থাকায় গ্রেপ্তার হলেন নন্দিতা দত্ত নামের এক মডেল ও অভিনেত্রী। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন মৈনাক ঘোষ নামে এক চিত্রগ্রাহক, খবর আনন্দবাজারের।

পর্ন র‍্যাকেট চালানোর অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয় নন্দিতা দত্ত এবং তার সঙ্গী মৈনাক ঘোষকে। হদিশ চলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের।

পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন।

পুলিশ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শুটিং হত। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে পর্ন ছবিগুলি দেখানো হত।

পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন নন্দিতা।