Home বিনোদন মা-বাবা সুখী ছিলেন না বলেই বিচ্ছেদে যান: সারা

মা-বাবা সুখী ছিলেন না বলেই বিচ্ছেদে যান: সারা

SHARE

অল্প সময়েই অভিনয়গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। সারার আরেক পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। ভালোবেসে ১৯৯১ সালে বিয়ে করেন সাইফ-অমৃতা। কিন্তু ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

সারা আলী খান বলেন, ‘আমি এখন আমার মায়ের সঙ্গে থাকি। মা আমার প্রিয় বন্ধু। বাবাকে যখন দরকার হয় তখন ফোনে পাই, প্রয়োজনে দেখাও করতে পারি।’

মা-বাবার বিচ্ছেদ নিয়ে ‘কেদারনাথ’ সিনেমাখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘তারা একসঙ্গে সুখী ছিলেন না। আর সেই কারণে বিচ্ছেদই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল।’

অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কারিনা কাপুরের প্রেমে পড়েন সাইফ। ২০১২ সালে বিয়ে করেন তারা। এই দম্পতিরও দুই সন্তান। বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম ২০১৬ সালে। চলতি বছর ফেব্রুয়ারিতে সাইফ-কারিনার দ্বিতীয় ছেলে জেহ পৃথিবীতে এসেছে।