Home খেলা প্যারিসে এলো নতুন ডায়মন্ড : পিএসজি

প্যারিসে এলো নতুন ডায়মন্ড : পিএসজি

SHARE

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজিতে) যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

মঙ্গলবার প্যারিসে স্বাক্ষরিত হয়েছে মেসি-পিএসজি চুক্তি। মেসিকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাবটি।

মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মেসির আগমণের অনেকগুলো ভিডিও পোস্ট করেছে পিএসজি। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘প্যারিসে এলো নতুন ডায়মন্ড’। বিভিন্ন পোস্টের মাধ্যমে স্বাগত জানানো হয় মেসিকে।

এছাড়া পিএসজির জার্সি পরা মেসির ছবি পেজের কভার ছবি হিসেবে দেওয়া হয়েছে যা ৬-৭ ঘন্টাতেই গড়েছে রেকর্ড। এর আগে পিএসজির ফেসবুক পেজের কোনো কভার ছবিতে এতো ‘রিএক্ট’ আসেনি।

বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ২ বছরের চুক্তি হয়েছে মেসি ও পিএসজির মধ্যে। এছাড়া আরো এক বছর ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে। এর আগে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয় মেসির।