Home এইমাত্র সব ধরনের ক্রিকেট থেকে সাকিব দুই বছর নিষিদ্ধ: আইসিসি

সব ধরনের ক্রিকেট থেকে সাকিব দুই বছর নিষিদ্ধ: আইসিসি

SHARE

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তা না জানানোর অপরাধে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তবে তার বিরুদ্ধে উঠা তিনটি অভিযোগই স্বীকার করে নেওয়ায় দুই বছরের সাজার মদ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ফলে এক বছর পর খেলতে পারবেন সাকিব, কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে তার নিষেধাজ্ঞা নিয়ে সারাদিন তুমুল আলোচনা চলে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও বিষয়টি উঠে আসে। এবার আইসিসির কাছ থেকে তার নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এলো।