Home বিনোদন কাশিমপুর কারাগারে পরীমণি

কাশিমপুর কারাগারে পরীমণি

SHARE

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরীমণিকে নেওয়া হয়েছে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেলসুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।