Home জাতীয় শ্রাবন্তীকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

শ্রাবন্তীকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

SHARE

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গেল লোকসভা নির্বাচনে তিনি ছিলেন বিজেপি প্রার্থী। হেরেছেন। তবে রাজনীতিতে প্রতিপক্ষ হলেও শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্রাবন্তীর জন্মদিন উপলক্ষে এক চিঠিতে ভালোবাসামাখা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন নায়িকা সেই চিঠি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।

চিঠিতে মমতা লিখেছেন, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভাল থেকো সুস্থ থেকো।’

এই চিঠি পেয়ে আপ্লুত শ্রাবন্তী। তিনি এর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি…এটা আমার জন্মদিনের সেরা উপহার…ধন্যবাদ দিদি।’

প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি দেব, জিৎ, সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, বাংলাদেশের শাকিব খানসহ আরো বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সাথে অভিনয় করে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।