Home জাতীয় আমার চালের ব্যবসা নেই, মিলও নেই : খাদ্যমন্ত্রী

আমার চালের ব্যবসা নেই, মিলও নেই : খাদ্যমন্ত্রী

SHARE

নিজের কোন চালের ব্যবসা বা চালকল (মিল) নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘একটা বিষয় আপনাদের জনিয়ে দেই- অনেকেই লেখেন যে, খাদ্যমন্ত্রীর চালের ব্যবসা আছে। যার জন্য চালের দাম কমে না। আমরা কোন চালের ব্যবসা নেই, আমরা কোন মিলও নেই। এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা কিন্তু বারবার আমাদের প্রশ্ন করেন, আমরা বিব্রত হই।’

তিনি বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের মধ্যে লাভ করার প্রবণতা অনেক বেশি। এই করোনা মহামারির মধ্যেও মানবতার অবস্থা ছেড়ে দিয়ে কীভাবে বেশি প্রফিট করবে, কি কায়দা করলে বেশি প্রফিট করা যায়, এটা নিয়েও আমরা বেশি ব্যস্ত থাকি। এটা শুধু চালে নয়, সুযোগ পেলেই যেন বেশি লাভ করতে চায়, আল্লাহ তাদের ওপর মানবতার রহমত বর্ষণ করুক।’

গত কিছুদিন ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী। নানা উদ্যোগ নেয়া হলেও বাগে আসেনি চালের বাজার। তাই ফের শুল্ক কমিয়ে বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে দলটি। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী নিয়োগ দেয়া হয়। তখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সাধন চন্দ্র মজুমদার।