Home আন্তর্জাতিক আফগানিস্তানে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল : ট্রাম্প

আফগানিস্তানে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল : ট্রাম্প

SHARE

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে যাওয়া ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের এ সাবেক প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি, সেখানে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, বহু মানুষের প্রাণ গেছে। তিনি বলেন, এটি টুকরো টুকরো হয়ে গেছে, পুনরায় নির্মাণ করতে হবে।

আফগানিস্তান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনাও করেন ট্রাম্প। তিনি দাবি করেন, তিনি সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে নিশ্চয়ই অন্যভাবে কাজ করতেন।

তালেবানকে ক্ষমতাচ্যুত করতে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছর মার্কিন ও ন্যাটো সেনারা আফগান ভূখণ্ডে অবস্থান করে। সম্প্রতি অধিকাংশ সেনাই নিজ নিজ দেশে ফিরে গেছে।
খবর বিবিসির