Home জেলা সংবাদ চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিয়াজ ‘অস্ত্র ও মাদক’সহ গ্রেপ্তার

চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিয়াজ ‘অস্ত্র ও মাদক’সহ গ্রেপ্তার

SHARE

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ সামিউল হক কাজেমী প্রকাশ নিয়াজকে মঙ্গলবার অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নিয়াজ সিএমপি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের ছেলে।

সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, মঙ্গলবার নগরীর মাস্টারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার টর্চার সেলে অভিযান চালিয়ে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘সামিউল হক কাজেমী একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। বারবার পুলিশি অভিযানের আগে সে খবর পেয়ে পালিয়ে গেলেও এবার ধরা পড়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।’ সূত্র : ইউএনবি