Home বিনোদন দেশমাতার কাছে নিরাপত্তা চাইলেন পরীমণি

দেশমাতার কাছে নিরাপত্তা চাইলেন পরীমণি

SHARE

চিত্রনায়িকা পরীমণি আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পরী লিখেছেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

এর আগে গত ৪ আগস্ট ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান পরীমণি। অবশ্য সেদিন বিকালে তার বাসায় অভিযান চালায় র‍্যাব। ৪ ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যায় তাকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে র‍্যাব। সেই মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল পরীকে। টানা ২৭ দিন তিনি থানা ও কারাগারে বন্দী ছিলেন।

গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এসে তিনি তার বনানীর বাসায় ওঠেন। গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান, তার দুর্বিসহ দিনগুলোর কথা। এই কঠিন সময়ে একমাত্র নানার কথা ভেবেই সাহস-শক্তি পেয়েছিলেন তিনি। সে কথাও প্রকাশ করেছেন সম্প্রতি।