Home জাতীয় ২৪ ঘণ্টায় আরও ৩০১ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ৩০১ ডেঙ্গু রোগী হাসপাতালে

SHARE

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০১ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের প্রথম ১১ দিনে তিন হাজার ২০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৭১ জন।

তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন এক হাজার ৮৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৮৮ জন।

চলতি বছর এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৩১জন। সেইসঙ্গে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।