Home আন্তর্জাতিক ১২-১৫ বছর বয়সীদের করোনা টিকা দেবে যুক্তরাজ্য

১২-১৫ বছর বয়সীদের করোনা টিকা দেবে যুক্তরাজ্য

SHARE

১২ থেকে ১৫ বছর বয়সীদের করোনা টিকা দেবে যুক্তরাজ্য। সোমবার এ ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাদের সংগঠন চিফ মেডিক্যাল অফিসার্স।

স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

আগামী সপ্তাহ থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে দেশটির ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের।

এদিকে, ব্যাপক হারে করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।