Home বিনোদন বন্ধ হচ্ছে দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট

বন্ধ হচ্ছে দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট

SHARE

বন্ধ হয়ে যাচ্ছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট। গত ৭ জুলাই মারা যান এ অভিনেতা। কিছুদিন আগেও তার স্বাস্থ্যের খবর জানতে ভক্তরা টুইটারেই চোখ রাখতেন। তবে এবার অ্যাকাউন্টটিই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী সায়রা বানু।

মহানায়কের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকী সামাজিক যোগযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে ফয়জল ফারুকী কিংবদন্তি এই তারকার একটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘অনেক আলাপ-আলোচনা আর চিন্তাভাবনার পর সায়রা বানুজির অনুমতি নিয়ে প্রিয় দিলীপ কুমার সাহেবের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অপার ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ।’

বুধবার এই টুইটটি করা হয়েছে। তবে কবে নাগাদ টুইটার অ্যাকাউন্টটি বন্ধ হচ্ছে যে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।