Home জাতীয় বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য

SHARE

করোনার সংক্রমণ কমে যাওয়ায় বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার সকালে নিজ ফেইসবুকে একটি ভিডিও বার্তায় তিনি একথা জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্য সরকার আমাদেরকে রেড অ্যালার্ট থেকে স্বাভাবিক করেছে। আমাদের সাম্প্রতিক সফরে আমরা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম যে আমাদের ৫০ বছরের বন্ধুত্বপুর্ণ সম্পর্কে রেড অ্যালার্ট সমীচিন নয়। এছাড়া প্রায় পাঁচ-ছয় হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে থাকেন, এটি তাদের উপরও একটি অন্যায় হচ্ছে। আজ থেকে বাংলাদেশ রেড অ্যালার্ট থেকে স্বাভাবিক পর্যায়ে এসেছে এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।

এর আগে, গত ৫ আগস্ট করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ মোট ৬০টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে লাল তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।