Home এইমাত্র ফরিদপুর মেডিকেলের নিখোঁজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর মেডিকেলের নিখোঁজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

SHARE

নিখোঁজের দুদিন পর ফরিদপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নয়ন চন্দ্র নাথ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নয়ন চন্দ্র নাথ ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন নয়ন চন্দ্র নাথ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে ওই শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।