Home বিনোদন মৌনি রায়ের চেহারা নিয়ে কটাক্ষ করলেন কমল রশিদ

মৌনি রায়ের চেহারা নিয়ে কটাক্ষ করলেন কমল রশিদ

SHARE

বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকা বলিউড অভিনেতা কমল রশিদ খান এবার কটাক্ষ করলেন বলিউডের মৌনি রায়কে। সম্প্রতি এক টুইটবার্তায় মৌনি রায়ের ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘টাকা থাকলে রূপও বদলে যায়। দেখুন, মৌনি রায় কীভাবে নিজেকে বদলাতে থাকেন।’

ছবিতে মৌনি রায়ের বিভিন্ন বয়েসের চেহারা দেখা গিয়েছে। সময়ের পরিবর্তনে কিভাবে বদলেছে মৌনির চেহারা সেটাই তুলে ধরেছেন তিনি। ফলে অনেকেই কমলের সঙ্গে একমত হয়েছেন এ বিষয়ে।

একজন বিস্ময় প্রকাশ করে পোস্টের মন্তব্যে লিখেছেন, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’র সময় এ রকম ছিলেন না মৌনি। হয়তো সার্জারি করিয়েছেন। ভালই হয়েছে।’

মৌনিকে নিয়ে অবশ্য এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়। তার পরিবর্তন দেখে অনেকেই মনে করেন, তিনি হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছেন।

তবে চেহারা বদলানোর বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি মৌনি রায়কে। আগামী বছর জানুয়ারি মাসে বিয়ে করার কথা রয়েছে তার। ব্যবসায়ী প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গে দুবাই বা ইতালিতে বিয়ের পিড়িতে বসবেন তিনি।