Home জাতীয় তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

SHARE

রাজধানীর তেজগাঁওয়ে একটি ছয়তলা আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ জিতু (২৮) মারা গেছেন। শুক্রবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় ইয়াসিন নামের আরও একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তেজগাঁও এলাকার ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, রাত ৯টার দিকে ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তেজগাঁও তেজতুরী বাজার জনতা ফার্মেসি সংলগ্ন ছয়তলা একটি ভবনের তিনতলায় কয়েকজন মিলে মেস করে থাকতেন। রাত ৯টার দিকে তাদের রুমে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন দগ্ধ হন।