Home শীর্ষ সংবাদ বিকেলে জার্মানি থেকে আসছে ৮ লাখ টিকা

বিকেলে জার্মানি থেকে আসছে ৮ লাখ টিকা

SHARE

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৯০ হাজার ডোজ টিকা আসছে আজ।

শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিকা গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পরে মিডিয়া ব্রিফ করা হবে।