Home আন্তর্জাতিক আইএস শীর্ষ নেতা সামি জসিম ইরাকে আটক

আইএস শীর্ষ নেতা সামি জসিম ইরাকে আটক

SHARE

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস ‘আইএস’র অন্যতম শীর্ষ নেতা সামি জসিম আল-জাবুরিকে আটকের ঘোষণা দিয়েছে ইরাক।

দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি জানিয়েছেন, ইরাকি নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা অভিযানে আটক হয়েছেন সামি জসিম। এ অভিযান ইরাকের বাইরে হয়েছে বলেও জানান তিনি।

তবে কোথায় এবং কখন অভিযান হয়েছে কিংবা আটক আইএস নেতা সামি জসিমকে ইরাকে আনা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যখন ইরাকে আগ্রাসন চালায় সেই সময় ইরাকি আল কায়েদা নেতা আবু মুসাব আল জারকাউয়ির কাছে আনুগত্যের শপথ নেন সামি জসিম।

২০১২ সালে তার সঙ্গে আইএস প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির সাক্ষাৎ হয়। পরে তিনি আইএসের বিচার, আর্থিক এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেন বলে জানা গেছে।

এদিকে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের এক সিনিয়র কর্মকর্তাও এমনটাই জানিয়েছেন।

২০১৪ সালে ইরাক-সিরিয়ার সীমান্তের কিছু অংশ ও সীমান্তবর্তী বেশ কিছু এলাকা দখল করে আলাদা রাষ্ট্র ঘোষণা করে আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস।

২০১৫ সালের সেপ্টেম্বরে সামি জসিমকে শীর্ষ বৈশ্বিক সন্ত্রাসীর তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তার মাথার দাম ঘোষণা করা হয় ৫০ লাখ ডলার।
খবর বিবিসি