Home বিনোদন শিগগিরই বাগদান সেরে ফেলব : ভিকি

শিগগিরই বাগদান সেরে ফেলব : ভিকি

SHARE

সঠিক সময় বেছে খুব শিগগিরই বাগদান সেরে ফেলবেন বলে জানিয়েছেন বলিউডের অভিনেতা ‘ভিকি কৌশল’। তবে কার সঙ্গে বাগদান সারবেন সে প্রশ্নের কৌশলী উত্তর দেন তিনি।

সরাসরি না বললেও তার ওই মন্তব্যের পর থেকে বলিগঞ্জে জোর গুঞ্জন শুরু হয়েছে। সবার মুখে একটাই কথা- ক্যাটরিনা কাইফের সঙ্গেই নিজেকে বেঁধে ফেলছেন ভিকি।

ক্যাটরিনা ও ভিকির এ সম্পর্ক নিয়ে ইতোমধ্যে বহুবার সংবাদের শিরোনাম হয়েছে। কিছুদিন আগেও খবর ছড়ায়, গোপনে নাকি ক্যাটরিনার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন ভিকি।

অবশ্য ক্যাটরিনার মুখপাত্র ঘটনার সত্যতা অস্বীকার করে বলেছেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি।’ তখন ‘টাইগার ৩’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা।

আবার কিছুদিন আগে ভিকি অভিনীত সিনেমা ‘সর্দার উধম’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে দেখা যায় ক্যাটরিনাকে। ক্যাটরিনার উপস্থিতি যে কাকতালীয় ছিল না, সে কথা অনেকেই জানেন।

ঠিক এর পর পরই নিজের বাগদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিকি বলেন, ‘বাগদানের খবর তো আপনাদের বন্ধুরাই ছড়িয়েছে। ঠিক সময় বেছে খুব শিগগিরিই বাগদান সেরে ফেলব। সেই সময়ও আসবে।’
খবর সংবাদ প্রতিদিন