Home বিনোদন ভারত-পাকিস্তান খেলার মাঝপথেই স্টেডিয়াম ছাড়েন বিবেক-অক্ষয়

ভারত-পাকিস্তান খেলার মাঝপথেই স্টেডিয়াম ছাড়েন বিবেক-অক্ষয়

SHARE

গতকাল রোববার (২৪ অক্টোবর) পাকিস্তানের কাছে পাত্তা পায়নি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরে যায় দলটি। ম‌্যাচটি দুবাইয়ের স্টেডিয়ামে বসে উপভোগ করছিলেন বলিউড তারকা বিবেক ওবেরয় ও অক্ষয় কুমার। কিন্তু ম‌্যাচের মাঝামাঝি সময়ে তারা দুজনেই স্টেডিয়াম ত‌্যাগ করেন। পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ‌্যম ‘দ‌্য নেশন’ এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তথ‌্যমন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী সংবাদমাধ‌্যমটিকে বলেন—‘বিবেক-অক্ষয় স্টেডিয়ামে আসার পরই পাকিস্তানি ভক্তদের বলেছিলেন—চিন্তা করবেন না, পাকিস্তান উদযাপন করবে কিন্তু শেষে ভারত বিজয়ী হবে। তবে ম‌্যাচের মাঝামাঝি সময় স্টেডিয়াম ত‌্যাগ করেন তারা দুজনেই। যখন তারা স্টেডিয়াম ত্যাগ করেন তখন লোকজন তাদের ঘিরে বেশ হট্টগোল বাঁধিয়েছিল।’

পাকিস্তান দলের প্রশংসা করে তথ‌্যমন্ত্রী বলেন—‘কেউই ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের প্রত্যাশা করেনি। পুরো স্টেডিয়াম ভারতীয় সমর্থকে ভরা ছিল।’

ম‌্যাচ শেষ হওয়ার পর তথ্যমন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেন।