Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফরাসি সিনেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফরাসি সিনেট

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। আগামী ১০ নভেম্বর ফ্রান্সের সিনেটে অধিবেশন চলার সময় এ অভ্যর্থনা দেওয়া হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মাননা পাঠ করবেন সিনেটের পূর্ণাঙ্গ সেশনের সভাপতি। এরপর সিনেটররা দাঁড়িয়ে হাততালির মাধ্যমে শেখ হাসিনাকে সম্মান জানাবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের প্যারিস সফর হবে ঐতিহাসিক। কারণ ২২ বছর পর এ ধরনের দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে গিয়েছিলেন। এই সফরে তিন দফা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে শেখ হাসিনাকে। তিনি আগামী ৯ নভেম্বর প্যারিসে শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রীতিমাফিক আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।