Home বিনোদন ‘বর-কনে’ সেজে ভাইরাল মোশাররফ করিম-জুঁই

‘বর-কনে’ সেজে ভাইরাল মোশাররফ করিম-জুঁই

SHARE

জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তব জীবনে তারা এক ছাদের নিচে বসবাস করছেন। তবে কাজের প্রয়োজনে একাধিকবার স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করেছেন।

এবার তেমনই একটি কাজের জন্য তারা সেজেছেন বর-কনে। আর এসবই করেছেন ‘নায়ক’ শিরোনামের একটি নাটকের জন‌্য। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।
আর সেই ছবিটাই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভ কামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’

আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ক‌্যারিয়ারে আপনারা কতবার বর-কনে সেজেছেন? অবশ‌্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত‌্যকিারের বিয়ের ছবি ভেবেছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি মোশাররফ করিম-জুঁইয়ের সহকর্মীরাও মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকে মজার ছলে নানা মন্তব‌্য করছেন। অভিনেত্রী মনিরা মিঠু লিখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’