Home বিনোদন মডেলিং ছাড়লেন পাকিস্তানি সুপারমডেল আবির রিজভি

মডেলিং ছাড়লেন পাকিস্তানি সুপারমডেল আবির রিজভি

SHARE

পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন মডেল আবির রিজভি মডেলিং ছাড়ার ঘোষণা দিয়েছেন। এখন তিনি অন্য ভবিষ্যৎ লক্ষ্য পূরণে কাজ করবেন। যদিও সেটা কী- তা জানাননি আবির। গতকাল ইনস্টাগ্রামে তিনি এ ঘোষণা দিয়ে বলেছেন, সব সময় সুখকেই বেছে নেওয়া উচিত।

২০১২ সালে সুপার মডেল প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু করেন আবির। এ যাত্রায় যারা তাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন।

আবির জানান, বেঁচে থাকার মতো যথেষ্ট অর্থ তার কাছে আছে। এক সময় না এক সময় এমন সিদ্ধান্ত নিতেই হতো। তাই ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি পুরোদমে ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।
খবর ডন