Home জাতীয় দেশে অনুমোদন পেলো করোনার মুখে খাওয়ার ট্যাবলেট

দেশে অনুমোদন পেলো করোনার মুখে খাওয়ার ট্যাবলেট

SHARE

দেশে করোনাভাইরাসের চিকিৎসায় ‘মলনুপিরাভির’ নামের বড়ির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (৮ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি মুখে খাওয়ার এই ট্যাবলেট দেশের কয়েকটি প্রতিষ্ঠান জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। এর প্রেক্ষিতে অধিদফতর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

কয়েকদিন আগেই এই ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এই ওষুধটি করোনায় সংক্রমিত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয় বলে দাবি করেছে সংস্থাটি।