শাহরুখ খানের পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ গাছ উপহার দেবেন জুহি চাওলা। টুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
বন্ধুর পুত্রকে জুহি লিখেছেন ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভালো রাখুন এবং পথ দেখান। অনেক ভালোবাসা রইলো। তোমার নামে ৫০০টি গাছ লাগাবো আমরা।’
শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব দীর্ঘকালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও।
মাদককাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ-পুত্রকে হাজত থেকে বের করতে এক লাখ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।
প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপে পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তার।