কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে মিলেছে বিদেশি মদ ‘গ্রান্ড রয়েল’। যে দোকানে নারীদের বিভিন্ন প্রসাধনী থাকার কথা সেখানে মিলেছে দামি ব্রান্ডের এ মদ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। তল্লাশীকালে মিলেছে ৬টি বিদেশী গ্রান্ড রয়েল ব্রান্ডের মদ।
দোকানটির মালিক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মো. হোসেনের ছেলে রাকিব উদ্দিন (১৯)। পরে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী আরও জানান, এ ছাড়াও মিলেছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ। এসব ওষুধের বেশিরভাগের মেয়াদ নেয়। যদিও এসব খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানের আড়ালে কৌশলে এসব মদ বিক্রি করে আসছিল বরে স্বীকার করেছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।