Home খেলা ফিফার বর্ষসেরার দৌড়েও মেসি

ফিফার বর্ষসেরার দৌড়েও মেসি

SHARE

ব্যালন ডি’অরের তালিকায় আগে থেকেই রয়েছেন লিওনেল মেসি। এবার ফিফা জানান আর্জেন্টিনার তারকা এ ফুটবলার রয়েছেন বর্ষসেরার দৌড়েও।

এবারই প্রথম আর্জেন্টিনার জার্সিতে শিরোপা ছুঁয়েছেন মেসি। এর আগে বার্সেলোনার হয়ে কোপা দেল রেও জিতেছেন তিনি। পাশাপাশি পরিসংখ্যানও কথা বলছে তার হয়েই। ৪১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। তারই সুবাদে মেসি আছেন এবারের বর্ষসেরার তালিকায়। এই তালিকায় মেসি ছাড়াও আছেন কারিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, রবার্ট লেভান্ডভস্কিদের মত তারকারাও।

ফিফার তিন সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে বর্ষসেরার তালিকা। এখানে জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিকদের পাশাপাশি গণভোটও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণভোটের সুযোগ খোলা থাকছে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী জানুয়ারির শুরুতে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করবে ফিফা।

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত যারা:

ফিফার সেরা পুরুষ ফুটবলার:

কারিম বেনজেমা (ফ্রান্স / রিয়াল মাদ্রিদ)

কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম / ম্যানচেস্টার সিটি)

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্টাস/ম্যানচেস্টার ইউনাইটেড)

রবার্ট লেভান্ডভস্কি (পোল্যান্ড / বায়ার্ন মিউনিখ)

লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/পিএসজি)

নেইমার (ব্রাজিল/পিএসজি)

আর্লিং হালান্ড (নরওয়ে / বরুসিয়া ডর্টমুন্ড)

জর্জিনিও (ইতালি / চেলসি)

এনগোলো কান্তে (ফ্রান্স / চেলসি)

কিলিয়ান এমবাপে (ফ্রান্স / পিএসজি)

মোহামেদ সালাহ (মিশর / লিভারপুল)