জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তাদের সম্পর্কে জাতির সুস্পষ্ট ধারণা থাকা দরকার। তাই সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে সোমবার গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
জিএম কাদের বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, সামনের দিনে দেশে বেকারত্ব থাকবে না। মানুষ শান্তিতে বাস করবে, রাষ্ট্র থেকে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা ভোগ করতে পারবে। আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, মাদক ও বেকারত্বমুক্ত দেশ চাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে স্বাধীনতার সুফল সবার মাঝে পৌঁছে।
এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রকে শতভাগ অর্জন করা সম্ভব হয় না। তবে যতটা বেশি সম্ভব, ততটাই আমরা অর্জন করতে কাজ করব এবং সে পথে আমরা এগিয়ে যাচ্ছি। সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক নয়। আমরা ধার্মিক, তবে সাম্প্রদায়িক নই।
এ সময় সেখানে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, আজমা আক্তার, উপদেষ্টা রওশন আরা মান্নান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আহসান আদেলুর রহমান, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য আমির হোসেন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মঞ্জুরুল হক, এমএ রাজ্জাক খান, ঢাকা জেলা সাধারণ সম্পাদক ইসরাফিল খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আবু তৈয়ব, জিএম বাবু, সাইফুল ইসলাম, দ্বীন ইসলাম শেখ, সরোয়ার হোসেন, শহীদ সেন্টু কবির, জহিরুল আলম মিন্টু, হাসনাত আজাদ, জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহীম খান জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।