Home বিনোদন শীতের রাতে সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন গৌরব-ঋদ্ধিমা

শীতের রাতে সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন গৌরব-ঋদ্ধিমা

SHARE

ডিসেম্বরের শহরে নেমেছে শীত। ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে টানা ঝিরিঝিরি বৃষ্টি। এর সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। এমন আবহাওয়ায় সুইমিং পুলে নেমে রোম্যান্সে ডুব দিলেন টালিউডের তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সেই ছবি হয়ে গেছে ভাইরাল।

ছবিতে দেখা গেল, সুইমিং পুলে একে-অপরকে স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছেন তারা। গৌরবের গায়ে কালো শার্ট, ঋদ্ধিমার পরনেও কালো পোশাক। তবে তার উন্মুক্ত বক্ষবিভাজিকা কেড়ে নিয়েছে ছবির সমস্ত আকর্ষণ। যার ফলে নেট দুনিয়ায় ছবিটি ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি।

ছবিটির ক্যাপশনেও ভালোবাসার বার্তা দিয়েছেন ঋদ্ধিমা। লিখেছেন, ‘এতো বছর পরও, আমার হৃদয় একটি কম্পন ভুলে যায়, যখন তোমাকে দেখি।’

ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যায়, মাত্র ছয় ঘণ্টায় এই ছবিতে ৩৩ হাজারের বেশি রিঅ্যাকশন জমা হয়েছে। রয়েছে শত শত মন্তব্য। যেগুলোতে এ দম্পতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনুসারীরা। ঋদ্ধিমার খোলামেলা অবয়ব নিয়েও রয়েছে অসংখ্য মন্তব্য।

কিছুদিন আগেই চতুর্থ বিবাহবার্ষিকী পালন করেছেন গৌরব ও ঋদ্ধিমা। এরপর ছুটি কাটাতে চলে যান মুসৌরিতে। সেখানকার পাহাড়ের কোলে সময় কাটানোর একাধিক ছবি সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তারা। কলকাতায় ফিরেও সেই রোম্যান্টিক আমেজে রয়েছেন এ দম্পতি।

উল্লেখ্য, গৌরব হলেন কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে। এছাড়া এখন নিজ গুণে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। ঋদ্ধিমাও যুক্ত রয়েছেন অভিনয়ে। ৭ বছর প্রেম করার পর ২০১৭ সালে বিয়ে করেন তারা।