Home জাতীয় বাংলাদেশের সঙ্গে ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই : শ্রিংলা

বাংলাদেশের সঙ্গে ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই : শ্রিংলা

SHARE

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা কাজ করছি।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমুখী কানেকটিভিটির অনেক সুযোগ রয়েছে। সেটা নৌ, রেল, সড়ক নানা পথে হতে পারে। এ ছাড়া তরুণদের নিয়েও আমরা দুই দেশ কাজ করতে পারি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে, আমরা পরিস্থিতি বিবেচনায় এটা নিয়ে কাজ করছি।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলায় বলেন, ঢাকায় আসতে পেরে আমি খুব আনন্দিত।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কোভিড-১৯ সহযোগিতা, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি ইস্যুতে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় আসার পরে দুপুর ১২টায় বৈঠকে বসেন তারা। দুই পররাষ্ট্র সচিব ৫০ মিনিট বৈঠক করেন।