Home জাতীয় ‘মহাবিজয়ের মহানায়ক’ মঞ্চে আলোর ঝলকানি, দর্শক সারিতে প্রধানমন্ত্রী

‘মহাবিজয়ের মহানায়ক’ মঞ্চে আলোর ঝলকানি, দর্শক সারিতে প্রধানমন্ত্রী

SHARE

বিজয়ের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনে গান ও কবিতায় মেতে উঠেছে ‘মহাবিজয়ের মহানায়ক’ স্লোগানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় দিনের আয়োজনে মঞ্চে উপস্থাপন করা হয় নাচ, গান, কবিতা, মঞ্চনাটক ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গান। গানে গানে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি। প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে পাশাপাশি আসনে বসেছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।