Home বিনোদন ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ

ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ

SHARE

বলিপাড়ার নবদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের এক মাস না পেরুতেই আইনি ঝামেলায় জড়ালেন ক্যাটরিনার স্বামী। অভিনেতা ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইন্দোরের যুবক জয় সিং যাদব।

জয় সিং যাদবের অভিযোগ, যে বাইকে করে ভিকি শুটিং করেছেন সেই বাইকের নম্বর প্লেটটি আদপে তার।

কয়েক দিন আগেই সারা আলি খানের সঙ্গে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। এবারই প্রথম একসঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমাবেন ভিকি-সারা। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। সম্প্রতি শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গেছে, সারাকে বলি পাড়ার নবদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের এক মাস না পেরুতেই আইনি ঝামেলায় জড়ালেন ক্যাটরিনার স্বামী। অভিনেতা ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইন্দোরের যুবক জয় সিং যাদব।

জয় সিং যাদবের অভিযোগ, যে বাইকে করে ভিকি শুটিং করেছেন সেই বাইকের নম্বর প্লেটটি আদপে তার।

কয়েকদিন আগেই সারা আলি খানের সঙ্গে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। এবারই প্রথম একসঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমাবেন ভিকি-সারা। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। সম্প্রতি শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গেছে, সারাকে পিছনে বসিয়ে বাইকে করে ইন্দোর চষে বেড়াচ্ছেন ভিকি। ওই যুবকের (জয় সিং যাদব) দাবি সিনেমায় ব্যবহৃত ওই বাইকে যে নম্বর প্লেটটি দেখানো হয়েছে, সেটি তার।

জয় বলেন, ‘অনুমতি ছাড়া এভাবে একই নম্বর প্লেট ব্যবহার করা আইনত অনুচিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।’

ইন্দোরের বোনগঙ্গা অঞ্চলের এসআই রাজেন্দ্র সোনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সত্যিই অবৈধ ভাবে নম্বর প্লেট ব্যবহৃত হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব।’

যদিও ভিকি ভক্তদের দাবি, সেটে কী ব্যবহার হবে সে দায় কখনোই অভিনেতার নয়। তাই এ ক্ষেত্রে ভিকির আইন ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরেছেন ভিকি ও ক্যাটরিনা। সাতপাকে ঘোরার আগে দুইদিন যথাক্রমে সংগীত ও মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ে। বহুল আলোচিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। বিয়ের আয়োজনে বেশ গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন তারা। অতিথিদের ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছিলো।

এনএস পেছনে বসিয়ে বাইকে করে ইন্দোর চষে বেড়াচ্ছেন ভিকি। ওই যুবকের (জয় সিং যাদব) দাবি সিনেমায় ব্যবহৃত ওই বাইকে যে নম্বর প্লেটটি দেখানো হয়েছে, সেটি তার।

জয় বলেন, ‘অনুমতি ছাড়া এভাবে একই নম্বর প্লেট ব্যবহার করা আইনত অনুচিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।’

ইন্দোরের বোনগঙ্গা অঞ্চলের এসআই রাজেন্দ্র সোনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সত্যিই অবৈধ ভাবে নম্বর প্লেট ব্যবহৃত হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব।’

যদিও ভিকি ভক্তদের দাবি, সেটে কী ব্যবহার হবে সে দায় কখনোই অভিনেতার নয়। তাই এ ক্ষেত্রে ভিকির আইন ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরেছেন ভিকি ও ক্যাটরিনা। সাতপাকে ঘোরার আগে দুইদিন যথাক্রমে সংগীত ও মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ে। বহুল আলোচিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। বিয়ের আয়োজনে বেশ গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন তারা। অতিথিদের ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছিলো।