Home বিনোদন বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম

বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম

SHARE

অবশেষে সাত পাকে ঘুরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই জমকালো আয়োজনের বিয়ে। পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার।

মিম ও সনির বিয়ের ছবি এসেছে প্রকাশ্যে। মিম সেজেছেন লাল বেনারসি স্কার্টে, আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি। দু’জনের মুখেই রয়েছে উচ্ছ্বল হাসি।

সোমবার (৩ জানুয়ারি) রাতেই মিমের পারিবারিক সূত্রে বিয়ের খবরটি নিশ্চিত করে।

জানা গেছে, সনাতন ধর্ম রীতি মেনে এ তারকার বিয়ে হয়েছে।

বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা।

বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আজ। আছেন কতিপয় বন্ধু ও কাছের মানুষেরা।

বিদ্যা সিনহা মিম গত বছর তার জন্মদিনের দিন বাগদান করেছিলেন। তার হবু বরের নাম সনি পোদ্দার। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত।

এর আগে বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির অপেক্ষায়।