রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আর এস টাওয়ার নামে ১৪তলা ওই ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, রাজধানীর গ্রিন রোডের আর এস টাওয়ারের পাঁচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউটি কাজ করছে।’
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাহাত টাওয়ারের ১১ তলায় যমুনা টেলিভিশনের অফিস, আটতলায় বিজয় টিভি ও চতুর্থ তলায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। অগ্নিকাণ্ডে যমুনা টেলিভিশনের অফিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।