Home আন্তর্জাতিক ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২ লাখ ৮২ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২ লাখ ৮২ হাজার

SHARE

ভারতে বিগত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮২ হাজার ৯৭০ জনের নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা আগের দিনের দুই লাখ ৩৮ হাজার থেকে ১৮ শতাংশ বেশি।

আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

একই সময়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪১ জনের। এ নিয়ে দেশটিতে সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২০২ জনে।

করোনা মহামারি শুরুর পর ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭৯ লাখ এক হাজার ২৪১ জনে। এর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রয়েছে আট হাজার ৯৬১ জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগীর পরিমাণ ১৮ লাখ ৩১ হাজার।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর পরিমাণ মোট সংক্রমণের ৪.৮৩ শতাংশ। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৩.৮৮ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে ১৫৮ কোটি ডোজের বেশি।