Home খেলা আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে লিভারপুল

আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে লিভারপুল

SHARE

কারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছে লিভারপুল। শিরোপা নির্ধারনী ম্যাচে চেলসির মুখোমুখি হবে ইয়ূর্গেন ক্লপের দল।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের বিপক্ষে একাই দুই গোল করেন লিভারপুল ফরোয়ার্ড ডিয়াগো জোতা। প্রথমার্ধের ১৯ মিনিটের পর ৭৭ মিনিটে ফের গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় পর্তুগিজ তারকা।

ম্যাচের শুরু থেকেই মিকেল আর্তেতার দলকে চেপে ধরে অলরেডরা। ১২ মিনিটে পাওয়া কর্নার কিকে দৃষ্টিনন্দন হেডারে বল জালে জড়িয়ে উল্লাসে মাতলেও রেফারির কল্যাণে সেবার রক্ষা পায় আর্সেনাল। এরপর ১৯ মিনিটে আর্সেনাল ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন জোতা। গোলরক্ষকের হাতের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। উৎযাপনের উপলক্ষ্য পায় লিভারপুল সমর্থকরা।

প্রথমার্ধে আক্রমণ অব্যাহত রাখলেও কাঙ্ক্ষিত গোল পায়নি কোনো দল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইয়ূর্গেন ক্লপের দল।

বিরতি থেকে ফিরে ৫৮তম মিনিটে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় লিভারপুল। গোল বাড়ে লেগে বল ফিলে আসলে রক্ষা পায় গানাররা। এরপর ৭৭ মিনিটে ফের গোলরক্ষকে বোকা বানিয়ে আল্থু ছোঁয়ায় মাথার উপর দিয়ে বল জালে জড়ান ম্যাচের নায়ক জোতা। বুদ্ধিদীপ্ত এ শটের বিপরীতে গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।

চাপে পড়ে খেই হারিয়ে উল্টো ম্যাচের ৯০ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় থমাস পারতেয়কে। আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনালে চেলসির মুখামুখি হবে লিভারপুল।