Home আন্তর্জাতিক ইয়েমেনে কারাগারে বিমান হামলা, নিহত ৭০

ইয়েমেনে কারাগারে বিমান হামলা, নিহত ৭০

SHARE

ইয়েমেনের একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে সাদা প্রদেশের একটি বন্দি শিবিরে হামলা চালায় সৌদি সামরিক জোটের বিমান বাহিনী। ওই শিবিরে ইয়েমেনি বন্দি ছাড়াও বেশ কয়েকজন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন।

জানা গেছে, বিমান হামলায় নিহত ও আহতদের সন্ধানে বন্দি শিবিরের ধ্বংস্তুপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। তাদের দাবি, হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আবু ধাবিতে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার পাঁচ দিনের মাথায় এই বিমান হামলা চালানো হলো। এছাড়া পৃথক আরেকটি বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত ৩ শিশু নিহত হয়েছে।