Home খেলা ফ্রিটজকে হারিয়ে শেষ আটে সিৎসিপাস

ফ্রিটজকে হারিয়ে শেষ আটে সিৎসিপাস

SHARE

দুবার পিছিয়ে পড়ে স্তেফানোস সিৎসিপাস ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে হারিয়ে জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে।

চতুর্থ বাছাই সিৎসিপাস মেলবোর্নে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচটি জেতেন ৪-৬, ৬-৪, ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে।

২৩ বছর বয়সী সিৎসিপাস তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন। গত বছরের ফরাসি ওপেনের রানার্সআপ এই গ্রিক সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ইতালির একাদশ বাছাই ইয়ানিক জিনার মুখোমুখি হবেন।

শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার আলেক্স দে মিনাউরকে ৭-৬ (৭-৩), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জিনা।

মেয়েদের এককে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই ২৩ বছর বয়সী আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এই খেলোয়াড়কে ৫-৭, ৬-২, ৭-৬ (১০-৭) গেমে হারান এস্তোনিয়ার ৩৬ বছর বয়সী কাইয়া কানেপি।