Home খেলা সেমির লক্ষে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

সেমির লক্ষে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

SHARE

ঠিক দুই বছর আগের ফাইনালেরই যেন পূনরাবৃত্তি। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের। আজ সন্ধ্যা ৭টায় অ্যান্টিগায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী এই দুই দেশ। স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান সরাসরি দেখাবে ম্যাচটি।

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেই ফাইনালের মাত্র দু’জন আছেন বাংলাদেশ দলে। অধিনায়ক রাকিবুল হাসান এবং প্রান্তিক নওরোজ নাবিল। যদিও নাবিল আগেরবার দলে থাকলেও খেলার সুযোগ পেয়েছিলেন কম।

পচেফস্ট্রমে ভারতকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট পরেছিল বাংলাদেশ দলের যুব ক্রিকেটাররা। অধিনায়ক রাকিবুলের ভারতকে হারানোর সেই অভিজ্ঞতা কী কাজে লাগবে আজ? ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতি কী ফিরিয়ে আনতে পারবেন রাকিবুলর? তবে প্রতিপক্ষ যেই হোক, অ্যান্টিগার এই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল।

এক ভিডিও বার্তায় শুক্রবার রাকিবুল বললেন, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এ সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি।’

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে এবং আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করে শেষ আটের টিকিট।

গতবার ফাইনালে বাংলাদেশের কাছে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেবারিট। নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে এবং উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে।