Home বিনোদন ছেলের বিচ্ছেদ নিয়ে গুজব না ছড়াতে নাগার্জুনের অনুরোধ

ছেলের বিচ্ছেদ নিয়ে গুজব না ছড়াতে নাগার্জুনের অনুরোধ

SHARE

জনপ্রিয় দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও সামান্থা রথ প্রভুর ডিভোর্স হয়ে গেছে৷ এই দম্পতির বিবাহ বিচ্ছেদ মেনে নেতে পারেননি তাদের ভক্তরা। তাদের মনে ছিল নানান কৌতুহল।

কিন্তু তাদের বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, ছেলের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন প্রবীণ অভিনেতা নাগার্জুন।

প্রতিবেদনে বলা হয় নাগার্জুন বলেছেন, সামান্থা বিচ্ছেদ চেয়েছিলেন নাগার্জুনের কাছে। নাগার্জুন তাতে না বলেননি। ২০২১ সালের নিউ ইয়ার পর্যন্ত তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল। এরপরেই ঝামেলা শুরু হয়।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে অভিনেতা নিজস্ব টুইটারে শেয়ার করেছেন এই ধরনের প্রতিবেদনগুলো মিথ্যা।

অভিনেতা টুইট করে বলেছেন, ‘সামান্থা এবং নাগা চৈতন্য সম্পর্কে আমার বক্তব্যকে উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও বাজে কথা! আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করছি দয়া করে গুজবকে সংবাদ হিসেবে পোস্ট করা থেকে বিরত থাকুন। সংবাদ দিন,গুজব নয়।’

চার বছরের দাম্পত্য জীবনের পর গত বছরের অক্টোবরে নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারকা দম্পতি।