Home জাতীয় দ্বিতীয়বারের মতো পররাষ্ট্রমন্ত্রীর করোনা শনাক্ত

দ্বিতীয়বারের মতো পররাষ্ট্রমন্ত্রীর করোনা শনাক্ত

SHARE

স্ত্রীসহ নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা সোমবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী মোমেনের কভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর উল্লেখযোগ্য কোনো লক্ষণ নেই।

অপর এক বার্তায় জনসংযোগ কর্মকর্তা আরো জানান, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেনও কভিড পজিটিভ।
তবে তাঁরও উল্লেখযোগ্য কোনো লক্ষণ নেই।

উল্লেখ্য পররাষ্ট্রমন্ত্রী এর আগেও একবার কভিড সংক্রমিত হয়েছিলেন।