Home বিনোদন স্ত্রী জেনেলিয়ার সঙ্গে রিতেশও গর্ভবতী!

স্ত্রী জেনেলিয়ার সঙ্গে রিতেশও গর্ভবতী!

SHARE

বলিউডের অন্যতম দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া। অফস্ক্রিনে ভক্তরা তাদের যতটা ভালোবাসেন, অন-স্ক্রিন রসায়নও সবাই পছন্দ করেন। ২০১২ সালের ‘রম-কম তেরে নাল লাভ হো গয়া’ ছবিতে একসঙ্গে জুটি হয়েছিলেন। সেই ছবি ছিল হিট।

এবার তারা আসছে নতুন সিনেমা ‘মিস্টার মাম্মি’ নিয়ে। আজ ৪ ফেব্রুয়ারি টি-সিরিজে ছবিটির প্রথম লুক শেয়ার করা হয়েছে।

পোস্টার দেখেই বুঝা যাচ্ছে একটি কমেডি-রোমান্টিক ধাঁচের সিনেমা হবে এটি।

পোস্টারে দেখা যাচ্ছে রিতেশ এবং জেনেলিয়া দুজনেই তাদের গর্ভবতী পেট নিয়ে বিছানায় শুয়ে আছেন।

শাদ আলী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, শাদ আলী এবং শিবা অনন্ত।

তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি।