Home খেলা লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

SHARE

প্রায় সমানে সমান লড়লো আল হিলাল। শুধু গোলটাই পেলো না। রোমেলু লুকাকু গড়ে দিলেন পার্থক্য। বেলজিয়ান ফরোয়ার্ডের একমাত্র গোলে সৌদি আরবের আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি।

আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এশিয়ান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় ইউরোপ চ্যাম্পিয়নরা। একই মাঠে শনিবারের ফাইনালে চেলসির প্রতিপক্ষ পালমেইরাস।

ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১৫টি শট নেয় চেলসি, যার ৫টি ছিল লক্ষ্যে। আল হিলালও খুব পিছিয়ে ছিল না। ১২টি শট নেয় তারা, যার মধ্যে ৩টি লক্ষ্যে।

করোনা আক্রান্ত কোচ টমাস টুখেলকে ছাড়া খেলতে নামা চেলসি ম্যাচের অষ্টাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো। ডান দিক থেকে আসপিলিকুয়েতার বাড়ানো পাস গোলরক্ষকের সামনে পেয়ে গেলেও পা লাগাতে পারেননি লুকাকু। ২৬তম মিনিটে তার শট আটকে দেন আল হিলাল গোলরক্ষক।

তবে তার ৬ মিনিট পরই লুকাকুর গোলেই এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে কাই হার্ভাটজের ক্রস হেডে ক্লিয়ার করতে পারেননি আল হিলালের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি। কাছ থেকে সেই বল পেয়ে গেলে জালে জড়াতে ভুল করেননি লুকাকু।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল আল হিলাল। মুসা মারেগার জোরালো শট পা বাড়িয়ে কোনোমতে আটকান চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। চার মিনিট পর আরেকটি দুর্দান্ত সেভ করেন তিনি।

বাকি সময়ে নিজেদের লিডটা ধরে রেখেছে চেলসি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে নাম লিখিয়েছে টুখেলের শিষ্যরা।