Home আইন আদালত আইন নেই যে নির্দিষ্ট একটা সময়েই সেটা করতে হবে: আইনমন্ত্রী

আইন নেই যে নির্দিষ্ট একটা সময়েই সেটা করতে হবে: আইনমন্ত্রী

SHARE

নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা দেওয়ার জন্য সার্চ কমিটির মেয়াদ ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই নির্বাচন কমিশন ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তবে এখানে আট দশ দিনের একটা গ্যাপ থাকতে পারে। ’

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সংবিধানে বলা আছে, মহামান্য রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করবে।

নির্বাচন কমিশন নিয়ে যদি কোন আইন থাকে তবে সেই আইনের বলে তিনি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। সংবিধানে এমন কোনো আইন নেই যে নির্দিষ্ট একটা সময়েই সেটা করতে হবে। তবে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব করে ফেলাই ভালো। ’

এক্ষেত্রে সার্চ কমিটি ১৫ কার্যদিবস সময় চেয়েছেন। এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটির আইন হচ্ছে ওনাদের সময় হচ্ছে ১৫ দিন। এই সময়ের মধ্যে তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে ১০ টি নাম পাঠাবেন। মহামান্য রাষ্ট্রপতি এর মধ্যে যে পাঁচজনকে নিয়ে কমিটি গঠন করবেন, তারও কোনো সুনির্দিষ্ট সময় আইনে নেই। ’