Home খেলা ৮ আফগান ক্রিকেটারের করোনা শনাক্ত

৮ আফগান ক্রিকেটারের করোনা শনাক্ত

SHARE

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করছে আফগানিস্তান কাতীয় ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে কন্ডিশনিং ক্যাম্প করতে সিলেটে অবস্থান করছে সফরকারী দল।

তবে দুঃসংবাদ আফগানিস্তান দলের আট সদস্য কোভিড পজিটিভ হয়েছেন। আট ক্রিকেটারের সঙ্গে এক ক্রিকেটারের স্ত্রী ও ৩ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছে। সব মিলে সফরকারীদের ১২ সদস্য করোনা ক্রান্ত হয়েছেন।

সীমিত ওভারের সিরিজ খেলতে শনিবার রাতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী দশদিন তারা সিলেটে ক্যাম্প করবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকাতে। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটো ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল ১১ টায়। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বেলা তিনটায়।

আফগানিস্তানের ওয়ানডে দল
হাসমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আকিল, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফরিদ আহমেদ মালিক।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতুল্লাহ জাজাই, ইসমান ঘানি, দাওরিশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।