আগামীকাল রোববার (২৬ জুলাই) থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি। পবিত্র ঈদুল আজহার ছুটি মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, আগামী ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে অবকাশকালীন ছুটির মধ্যে বিচারকার্য পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ১২টি একক ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করেছেন।