Home বিনোদন ইউক্রেন সংকটে সরব প্রিয়াঙ্কা, নিরীহ মানুষকে বাঁচানোর আহ্বান

ইউক্রেন সংকটে সরব প্রিয়াঙ্কা, নিরীহ মানুষকে বাঁচানোর আহ্বান

SHARE

রাশিয়ান বাহিনীর আক্রমণে ইউক্রেন এখন মৃত্যুপুরী। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। রুশ বাহিনী এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে গেছে। একই সঙ্গে দেশটির পূর্ব, উত্তর ও দক্ষিণ দিক দিয়ে চালানো হচ্ছে হামলা।

ইউক্রেনের বাসিন্দাদের এ দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের এই দূত নিজের ইনস্টগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘যুদ্ধক্ষেত্রে যারা বাস করছেন, তারা সাধারণ ও নিরীহ মানুষ। তাদেরকে সাহায্য করুন, বাঁচান।’

ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি শিউরে ওঠার মতো ভয়ঙ্কর। সেখানকার নিরীহ মানুষ জীবন হাতে নিয়ে বসবাস করছেন। আধুনিক বিশ্বে এটি মেনে নেওয়ার মতো নয়। ঘোরতর এ সমস্যা ভবিষ্যতে আরও বড় হতে পারে। তবে এটি এমন একটি মুহূর্ত, যা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।’

প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ জীবন বাঁচানোর তাগিদে সাবওয়ে স্টেশনগুলোকে বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন। রেলওয়ে স্টেশনে ভিড় করছেন নিরাপদ আশ্রয়ে রওনা দেওয়ার জন্য। চারদিকে যেন শুধুই বেঁচে থাকার আর্তি।