Home আইন আদালত ঢাকায় ইয়াবা-ফেনসিডিলসহ ৬১ জনকে গ্রেফতার

ঢাকায় ইয়াবা-ফেনসিডিলসহ ৬১ জনকে গ্রেফতার

SHARE

রাজধানী ঢাকায় ইয়াবা-ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫৪৯ পিস ইয়াবা বড়ি, ১৮০ বোতল ফেনসিডিল, ১৪.৫ গ্রাম ৯৩ পুরিয়া হেরোইন, ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।